করোনার প্রভাব, বিজ্ঞপ্তি প্রকাশ করে কাটছাঁটের সিদ্ধান্ত একাদশের সিলেবাসে


সংবাদ একলব্যঃ জীবনের প্রথম বড়ো পরীক্ষা মাধ্যমিকে উত্তীর্ণ হবার পর পড়ুয়ারা শিক্ষা জীবনের দ্বিতীয় বড়ো পরীক্ষার সম্মুখীন হয়। তারই প্রাথমিক ধাপ হিসেবে পছন্দের বিষয় নির্বাচন করে একাদশ শ্রেণীতে ভর্তি হয় পড়ুয়ারা। যদিও করোনা ভাইরাসের মারণকামড়ে একাদশ শ্রেণীর একটি ক্লাসও নেওয়া সম্ভব হয়নি। এই পরিস্থিতিতে চলতি বছরের জন্য ষষ্ঠ শ্রেণি থেকে নবম শ্রেণির পড়ুয়াদের পরীক্ষা না নিয়ে পরবর্তী ক্লাসে উত্তীর্ণ করার নির্দেশ দিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ। করোনা পরিস্থিতির জেরে ৩০ থেকে ৩৫ শতাংশ সিলেবাস কমেছে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায়। আর তাই একাদশের বার্ষিক পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা তৈরী হয়েছিল। যদিও বুধবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা হবে।


পাশাপাশি মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিকের মতো একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষার সিলেবাসও ৩০ থেকে ৩৫ শতাংশ কমানো হচ্ছে বলে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে। তবে, বেশ কিছু বিষয়ে সিলেবাস কমলেও ইংরেজির মতো বিষয়ে এখনও সিলেবাস কাটছাঁটের কোনও বিস্তারিত তথ্য দিতে পারেনি সংসদ। আর এই বিষয় নিয়েই ধোঁয়াশা তৈরী হয়েছে পরীক্ষার্থীদের মধ্যে। যদিও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে মিউসিক, স্বাস্থ্য ও শারীরশিক্ষা এবং অন্যান্য ভোকেশনাল কোর্সের যেগুলির পূর্ণমান ৬০ বা তার কম সেক্ষেত্রে সিলেবাসে কোনো কাটছাট করা হবে না। 

জেনে নিন ২০২১ সালের একাদশ শ্রেণীর পরীক্ষার পরিবর্তিত সিলেবাসঃ CLICK HERE