করোনা ভ্যাকসিন নেওয়ার আবেদন করা যাবে অনলাইনেই, আসছে অ্যাপ
করোনা সংক্রমণ মোকাবিলায় আরোগ্য সেতু অ্যাপ এনেছে ভারত সরকার। এবার করোনা ভ্যাকসিন দেওয়ার জন্য নতুন অ্যাপ Co-WIN আনতে চলেছে ভারত সরকার।
সম্প্রতি জানা গেছে, তিন ভ্যাকসিন সংস্থা ভারতীয় বাজারে ভ্যাকসিন আনতে চেয়ে আবেদন করেছে। কেন্দ্রের তরফে খুব শীঘ্রই সেই ভ্যাকসিন বাজারে আনার অনুমতি দেওয়া হতে পারে বলে খবর। কয়েক মাসএর মধ্যেই বাজারে চলে আসতে পারে কোনও একটি করোনা ভ্যাকসিন। তা সরবারহ করা, তথ্য নথিভূক্ত করার জন্য ডিজিটাল প্লাটফর্মকেই বেঁছে নিয়েছে কেন্দ্র সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক নিয়ে আসছে মোবাইল অ্যাপ। অ্যাপের মাধ্যমেই সাধারণ মানুষ ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভূ্ক্ত করতে পারবেন।
মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের সচিব রাজেশ ভূষণ বলেন, 'করোনা ভ্যাকসিন আসলে দেশজুড়ে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া চলবে Co-WIN নামে একটি ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে। কেউ করোনা ভ্যাকসিন নিতে চাইলে তিনি ওই অ্য়াপের মাধ্যমে নাম লেখাতে পারবেন। ওই অ্যাপে রয়েছে মোট ৫টি মডিউল। এগুলি হল অ্যাডিমিন মডিউল, রেজিস্ট্রেশন মডিউল, ভ্যাকসিনেশন মডিউল, বেনিফিসিয়ারি মডিউল ও রিপোর্ট মডিউল।'
রেজিস্ট্রেশন মডিউল মারফত আমজনতা নাম লেখাতে পারবে। ভ্যাকসিনেশন মডিউলের মাধ্যমে ভ্যাকসিন নিতে চাওয়া ব্যক্তির সম্পর্কে জানা যাবে। বেনিফিসিয়ারি মডিউল থেকে কেউ করোনা টিকা নিলে তার কাছে একটি সার্টিফিকেট পাঠিয়ে দেওয়া হবে
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊