Latest News

6/recent/ticker-posts

Ad Code

ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর




ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা মুখ্যমন্ত্রীর


করোনা পরিস্থিতির জেরে কয়েকমাস ধরে বন্ধ স্কুল কলেজ। ফলে পড়াশুনার এক মাত্র ভরসা অনলাইন। কিন্তু বহু শিক্ষার্থী মোবাইল কম্পিউটার -এর অভাবে অনলাইন ক্লাস থেকেও বঞ্চিত হচ্ছে বহু শিক্ষার্থী। সেই কথা মাথায় রেখেই এবার দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীদের বিনামূল্যে ট্যাব দেওয়ার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


বৃহস্পতিবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ‘ট্যাবের মাধ্যমে বারো ক্লাসের ছেলেমেয়েরা অন্তত পড়াশোনাটা ফলো করতে পারবে।’


এদিন মুখ্যমন্ত্রী পরিসংখ্যান দিয়ে বলেন, ‘১৪,০০০ উচ্চ মাধ্যমিক স্কুল ও ৬৩৬টি মাদ্রাসা রয়েছে। সরকারি ও সরকার পোষিত এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলির ৯.৫ লক্ষ ছাত্রছাত্রীকে ট্যাব দেবে রাজ্য সরকার'। খুব তাড়াতাড়ি ট্যাব কিনে তা বিলি করবে শিক্ষা দফতর বলেও জানান মুখ‍্যমন্ত্রী। 


পাশাপাশি এদিন মুখ‍্যমন্ত্রী শিক্ষামন্ত্রীকে প্রত‍্যেকটি মাধ‍্যমিক স্কুলে একটি করে ট‍্যাব দেওয়ার নির্দেশ দেন। মাধ‍্যমিক পরীক্ষা নিয়ে তিনি জানান, জুন মাসে পরীক্ষার আয়োজন নিয়ে আলোচনা চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code