বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস  পালন  ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে



আজ ৩ রা ডিসেম্বর।স্বাধীনতা সংগ্রামের অন্যতম বিপ্লবী ক্ষুদিরাম বসুর জন্মদিবস। তৎকালীন স্বাধীনতা সংগ্রামে তাজা তরুণ প্রাণ ক্ষুদিরামের দেশের জন্য আত্মত্যাগ বাংলা সহ গোটা দেশকে উজ্জীবিত করেছিল।

আজ কোচবিহারে সকাল ৮:৩০ মিনিটে অগ্নিযুগের বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর ১৩২ তম জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হলো ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে । ক্ষুদিরাম বসুর মূর্তিতে মাল্যদান করেন সমিতির সভাপতি বিশিষ্ট শিক্ষক শ্রী বানীকান্ত ভট্টাচার্য , ক্ষুদিরাম স্মৃতিরক্ষা সমিতির অন্যতম সদস্য কাজল চক্রবর্তী ও অনন্যা বিশিষ্ট নাগরিক বৃন্দ।



আজ সন্ধ্যায় ক্ষুদিরাম স্মৃতি রক্ষা সমিতির পক্ষ থেকে বিপ্লবী গানের আসর ও আলোচনা সভা আয়োজিত হয় ক্ষুদিরাম মূর্তির সম্মুখে। সভার সভাপতিত্ব করেন শ্রী বানীকান্ত ভট্টাচার্য মহাশয় এবং সভার প্রধান বক্তা শ্রী নীহার হোর।