কৃষক আন্দোলনে একেকজন কৃষককে সাহায্যে দিলজিৎ দোসাঞ্ঝ ,টুইট যুদ্ধ
প্রথম থেকেই সব রকম ভাবে কৃষক আন্দোলনে নিজের সমর্থন প্রকাশ করে আসছেন পাঞ্জাবি গায়ক তথা অভিনেতা দিলজিৎ দোসাঞ্ঝ । অতি সম্প্রতি কৃষক আন্দোলন নিয়ে অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের সঙ্গে টুইট যুদ্ধে জড়িয়ে পড়েন তিনি। আর এবারে আন্দোলনরত কৃষকদের জন্য এক কোটি টাকা অনুদান দিলেন দিলজিৎ।
কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য সিঙ্ঘু বর্ডারে পৌঁছে গিয়েছেন দিলজিৎ দোসাঞ্ঝ। সেখানে মঞ্চে দাঁড়িয়ে কৃষকদের মনোবল তো তিনি বাড়িয়েছেনই, সেই সঙ্গে কঙ্গনার উদ্দেশেও ফের একবার তীব্র কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন অভিনেতা। আন্দোলনকারী কৃষকদের শীতবস্ত্রের জন্য এক কোটি টাকা অনুদান দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, সম্প্রতি সংবাদ শিরোনামে উঠে আসে কঙ্গনা রানাওয়াত ও অভিনেতা-গায়ক দিলজিৎ দোসাঞ্ঝের টুইট যুদ্ধ। কৃষক আন্দোলনে কঙ্গনার মতামতকে কটাক্ষ করে টুইট করে অভিনেত্রীর ‘ব্যাড বুক’এ নাম লিখিয়েছিলেন দিলজিৎ। তারপর থেকে উত্তর প্রত্যুত্তরের টুইট এ তীর বেঁধে চলেন দুজন ,টুইট পাল্টা টুইট।
দিলজিৎ দোসাঞ্ঝকে ‘করন জোহরের পোষা’ বলে তীব্র আক্রমণ করেন ‘কুইন’ অভিনেত্রী। তার পাল্টাও দেন দিলজিৎ। অভিনেতাকে উদ্দেশ করে কঙ্গনা লেখেন, ‘ও করন জোহরের পোষা, যে দাদি শাহিন বাগে নিজের নাগরিকত্বের জন্য আন্দোলন করছিলেন ওই বিলকিস বানো দাদিই কৃষকদের আন্দোলনে পা মিলিয়েছেন। মহিন্দর কউর জি কে তো আমি চিনিই না। কি নাটক শুরু করেছো তোমরা? এখনি বন্ধ করো।’
অভিনেত্রীর এই মন্তব্য চুপচাপ বসে হজম করার পাত্র নন দিলজিৎ। পালটা তোপ দেগে তিনি লেখেন, ‘তুই যাদের সঙ্গে ছবি করেছিস তুই তাদের সবার পোষা? তাহলে তো মালিকের তালিকাটা লম্বা হয়ে যাবে? এরা বলিউড ওয়ালে না পাঞ্জাব ওয়ালে। মিথ্যে বলে মানুষকে উসকানো ও তাদের আবেগের সঙ্গে খেলা তো আপনি ভালই জানেন।’
এতেই ক্ষেপে যান কঙ্গনা। দিলজিতের উদ্দেশে বেশ ‘অভদ্র’ ভাষাতেই মন্তব্য ছুঁড়ে দেন তিনি। অভিনেত্রী লেখেন, ‘ও চামচা চল। তুই যাদের চেটে চেটে কাজ আদায় করিস আমি রোজ তাদের বাজাই। বেশি লাফাস না। আমি কঙ্গনা রানাওয়াত, তোর মতো কোনো চামচা নই যে মিথ্য বলব। আমি শুধু শাহিন বাগের বিদ্রোহীর ব্যাপারে মন্তব্য করেছিলাম। কেউ ভুল প্রমাণ করতে পারলে আমি ক্ষমা চাইব।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊