SFI-এর ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে দিনহাটায় পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান
ভারতের ছাত্র ফেডারেশনের(SFI) ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে ২৭ থেকে ৩০ শে ডিসেম্বর রাজ্যজুড়ে বর্ষব্যাপি উদযাপনের সমাপ্তি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।সেই উপলক্ষে আগামীকাল ২৮ ডিসেম্বর,সোমবার বেলা ১২টায়কোচবিহারের শহীদবাগ থেকে পুরাতন পোস্ট অফিস পাড়ার মাঠ পর্যন্ত এসএফআইয়ের বর্তমান ও প্রাক্তনীদের মেলবন্ধনে যে ঐতহ্যবাহী সংগ্রামী র্যালি ও সাংস্কৃতিক সমাবেশের আয়োজন করা হয়েছে তার প্রস্তুতি তুঙ্গে৷
উক্ত সমাবেশে উপস্থিত থাকবেন SFI এর প্রাক্তন সর্বভারতীয় সম্পাদক বিমান বসু,প্রাক্তন নেতৃত্ব সুজন চক্রবর্তী,পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সম্পাদক সৃজন ভট্টাচার্য প্রমুখ।এর সঙ্গেই আগামী ৩০ ডিসেম্বর বুধবার দিনহাটা শহরে Sfi ৫০-এর বর্ষব্যাপী উদযাপনের সমাপ্তি অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সাজো সাজো রব সংগঠনের কর্মীবৃন্দের মধ্যে।
আজ কোচবিহার জেলার সব ইউনিটের সাথে সাথে দিনহাটা শহর ইউনিটের পক্ষ থেকেও দিনহাটা শহরে সংগঠনের ৫০ বৎসর পূর্তিতে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে মাল্যদান করা হয়।পতাকা উত্তোলন করে SFI দিনহাটা শহর ইউনিটের সভাপতি সৌরভ সরকার।শহীদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করেন SFI রাজ্য সম্পাদক মন্ডলীর সদস্য শুভ্রালোক দাস,দিনহাটা আঞ্চলিক কমিটির সম্পাদক টুটুল সরকার,সভাপতি অংশুমালি রায়,প্রাক্তন ছাত্র নেতা দেবাশীষ দেব,পবিত্র দাস,কৌশিক রায় ও অন্যান্যরা।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊