আপনার চোখের পাতা লাফাচ্ছে? মানে আপনার বিপদ আসছে

আপনার চোখের পাতা লাফাচ্ছে? মানে আপনার বিপদ আসছে



'প্রমীলার বামেতর নয়ন নাচিল', 'বামেতর আঁখি মোর নাচিছে সতত'- মাইকেলের মেঘনাদবধ কাব্যে শুধু নয় বাংলা সাহিত্যে এমন চিত্র অনেকক্ষেত্রেই পাওয়া যায়। চোখের পাতা কাপা বা নাচার মধ্যদিয়ে অমঙ্গলের লক্ষ্মণ সূচিত হয় বলেই মনে করেন আপামর বাঙালি। এটা কি নিছকই কুসংস্কার? বিজ্ঞান কি বলে? 

বিজ্ঞান জানাচ্ছে, বিভিন্ন শারীরিক সমস্যার কারণেই মূলত চোখের পাতা কাঁপে। চোখের পাতা লাফানো একধরনের অসুখ৷ চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় বলা যায়, ‘মায়োকিমিয়া’ যা পেশীর সংকোচনের ফলেই চোখের পাতা লাফায় বা নাচে। আসলে চোখের পাতা নাচা বা কাপা আমাদের দেহের অন্য কোন অসুখের ইঙ্গিত করে। তবে দুই একবার হঠাৎ করে চোখের পাতা লাফালে তেমন চিন্তার কিছু নেই৷ কিন্তু চোখের পাতা যদি মাত্রাতিরিক্ত হারে কাপে, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত৷ 



আসুন কি কি কারণে বাম চোখ বা ডান চোখের পাতা কাঁপে তা জেনে নেই। এতে আপনি বড় কোন অসুখের থেকে সহজেই মুক্তি পেতে পারবেন সহজেই। 



১। মানসিক চাপ-

সাধারণত দেখা যায় যাদের বেশি মানসিক চাপের ভেতর দিয়ে যেতে হয় তাঁদের ক্ষেত্রে অনেকসময় এই চোখের পাতা কাপার ঘটনা ঘটে। অর্থাৎ অতিরিক্ত মানসিক চাপের লক্ষ্মণ হতে পারে আপনার চোখের পাতা কাপার কারন। তাই যতটা সম্ভব মানসিক চাপ কমানোর চেষ্টা করবেন। 

২। দৃষ্টি সমস্যা-

অতিরিক্ত টিভি, কম্পিউটার, মোবাইল ফোনের স্ক্রিনের আলো চোখে পড়ায় চোখের উপর প্রচন্ড চাপ পরে। চোখের প্রেসার বৃদ্ধি পেলেও অনেক সময় চোখের পাতা লাফায় বা কাঁপে। তাই যতটা সম্ভব চোখ কে সবুজের সামনে নিয়ে যান। কবির ভাষায় - 'চোখ তো সবুজ চায়! দেহ চায় সবুজ বাগান'। 




৩। অ্যালার্জি-

যাদের চোখে অ্যালার্জি আছে, তারা চোখ চুলকায়৷ এতে চোখ থেকে জলের সঙ্গে কিছুটা হিস্টামিনও নির্গত হয়৷ হিস্টামিন চোখের পাতা লাফানোর জন্য দায়ি বলে মনে করা হয়৷




৪। ক্লান্তি-

পর্যাপ্ত পরিমাণ ঘুমের অভাব হলে বা অন্য কোনও কারণে ক্লান্তি থেকেও চোখের পাতা লাফাতে পারে৷ তাই ঘুমের অভাবে চোখের পাতা লাফালে পরিমিত ঘুম হলেই সেরে যাবে৷


source: wikipedia এবং ইন্টারনেট আর্কাইভ। সংবাদ একলব্য সংবাদটি সম্পাদনা করেনি। 

Post a Comment

thanks