Latest News

6/recent/ticker-posts

Ad Code

এস ইউ সি আই(কমিউনিস্ট)এর কৃষক সংকল্প দিবস পালিত হল দিনহাটায়

এস ইউ সি আই(কমিউনিস্ট)এর কৃষক সংকল্প দিবস পালিত হল দিনহাটায় 



অরবিন্দ শর্মা, দিনহাটা

কেন্দ্রীয় সরকারের কৃষি বিল প্রত‍্যাহারের জন্য দিল্লিতে কৃষক আন্দোলন চলছে। সেই আন্দোলনে সামিল হতে গিয়ে অনেক কৃষক মারা যায়।  মৃত কৃষকদের স্মরণে সাড়া  দেশজুড়ে কৃষক সংকল্প দিবস পালনের সাথে সাথে দিনহাটায়ও পালিত হল আজ।



পালন করলেন এস ইউ সি আই (কমিউনিষ্ট)এর কৃষক সংগঠন দিনহাটা শাখা।

উপস্থিত ছিলেন প্রদীপ রায়,দিলীপ চক্রবর্তী, অনিমেষ দাস,পবিত্র পাল,আজিজুল হক প্রমুখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code