খুলছে যাদবপুর বিশ্ববিদ‍্যালয়



খুলছে যাদবপুর বিশ্ববিদ‍্যালয় 



অনিশ্চয়তার কালো মেঘ জমেছে রাজ‍্যের শিক্ষাক্ষেত্রে। করোনা সংক্রমণের জেরে জারি লকডাউনের কারণে মার্চ থেকেই বন্ধ স্কুল-কলেজ। বিশবাঁও জলে দেশের শিক্ষাক্ষেত্রেও। সরকার, প্রশাসন করোনাভাইরাস সংক্রমণ আবহে যাবতীয় নিয়মবিধি মেনেও শিক্ষা প্রতিষ্ঠান খুলে, স্বাভাবিক পঠনপাঠন শুরু করার ভরসা পাচ্ছে না। পিছিয়ে গিয়েছে মাধ‍্যমিক ও উচ্চ মাধ‍্যমিক পরীক্ষাও। সামগ্রিক ভাবেই শিক্ষাক্ষেত্রে শেষ পর্যন্ত কবে স্বাভাবিক পরিস্থিতি আবার কবে দেখা যাবে তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। 


এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয় বিজ্ঞপ্তি প্রকাশ করে জানাল, ৪ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের সব অফিস, শাখা, বিভাগ, স্কুল ও লাইব্রেরি খোলা থাকবে। সমস্ত কাজের দিন সব বিভাগ সচল থাকবে। সপ্তাহে তিনদিন করে বিশ্ববিদ্যালয়ের কর্মীরা সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত অফিসে হাজির থাকবেন। 


তবে পঠনপাঠন কবে থেকে শুরু হবে, সে ব্যাপারে স্পষ্ট কোনও কিছুই জানা যায়নি। কয়েকটি ছাত্র সংগঠন যাবতীয় করোনাবিধি মেনেই সব শিক্ষা প্রতিষ্ঠানে স্বাভাবিক পঠনপাঠন শুরু করার দাবি তোলে সেই দাবি মেনে নিয়েই পদক্ষেপ করলো যাদবপুর বিশ্ববিদ্যালয়। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ