মুক্তি পেল মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে তৈরি সিনেমা 'বাঘিনী', নায়িকাকে সম্বর্ধনা জানালো কোলা ঘাট সামাজিক সেবা সংঘ
সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর:
২৫শে ডিসেম্বর মুক্তি প্রাপ্ত "বাঘিনী" চলচিত্রের নায়িকা রুমা চক্রবর্তী কে সম্বর্ধনা দিল কোলা ঘাট সামাজিক সেবা সংঘের সম্পাদক আবিদার মল্লিক।
পশ্চিম বঙ্গের প্রথম মহিলা মুখ্য মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে নিয়ে তৈরি পূর্ণ দৈর্ঘ্যের বাংলা ছবি বাঘিনী। এই ছবিতে মমতার ভূমিকায় অভিনয় করেছেন রুমা চক্রবর্তী। ছবিটিতে মমতার রাজনৈতিক জীবনের শুরু থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে ওঠার একটি জীবন সংগ্রাম তুলে ধরা হয়েছে।
রুমা চক্রবর্তী জানিয়েছেন এটি তার চতুর্থ সিনেমা হলেও বাঘিনী তার জীবনের সেরা কাজ ।এই ছবিটি সিনেমা প্রেমীদের পছন্দ হবে বলে তিনি আশাবাদী ।
ছবির পরিচালক হলেন নেহাল দত্ত, প্রযোজক পিংকি পাল মন্ডল, অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন ফাল্গুনী চ্যাটার্জী, প্রদীপ ধর,পার্থ চক্রবর্তী, শুভময় চ্যাটার্জী, অঞ্জন পাল, অনন্যা গুহ ও অন্যান্যরা।
মমতা বন্দোপাধ্যায়কে নিয়ে তৈরি সিনেমা 'বাঘিনী'র নায়িকাকে সম্বর্ধনা জানালো কোলাঘাট সামাজিক সেবা কেন্দ্র
Posted by Sangbad Ekalavya on Tuesday, December 29, 2020
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊