নতুন বছরে চারবার বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব
নতুন বছরে চারবার বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব। গত ৩০ নভেম্বর বছরের শেষ উপচ্ছায়া চন্দ্রগ্রহণ ও ১৪ ডিসেম্বর বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যায়। ২০২০-এ একের পর এক মহাজাগতিক ঘটনার সাক্ষী থেকেছে বিশ্ব। তবে নতুন বছরে একটি পূর্ণগ্রাস সূর্যগ্রহণ এবং একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ সহ মোট চারবার এই বিরল মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে বিশ্ব।শুধু দু’টি গ্রহণই ভারত থেকে দেখা যাবে। এমনকি বাংলার মানুষও দেখতে পাবে এই গ্রহণ।
মধ্যপ্রদেশের উজ্জয়িনীর জিওয়াজি অবজার্ভেটরির সুপারিনটেনডেন্ট ড. রাজেন্দ্রপ্রকাশ গুপ্ত জানিয়েছেন, ‘২০২১-এর ২৬ মে বছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে । চাঁদের ১০১.৬ শতাংশ ঢেকে দেবে পৃথিবী। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত, ওড়িশার উপকূল, সিকিম ছাড়া উত্তর-পূর্ব ভারতের সব রাজ্য থেকে দেখা যাবে এই বিরল মহাজাগতিক ঘটনা।’
তিনি আরও জানান, ‘আগামী বছরের প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে ১০ জুন। সূর্য ও পৃথিবীর মাঝে চাঁদ এসে পড়ায় সেদিন সূর্যের ৯৪.৩ শতাংশ ঢাকা পড়ে ‘রিং অফ ফায়ার’-ও দেখা যাবে। তবে ভারত থেকে দেখা যাবে না। পরের সূর্যগ্রহণ দেখা যাবে ৪ ডিসেম্বর। সেটিও ভারত থেকে দেখা যাবে না। তবে তার আগে ১৯ নভেম্বর বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ ভারত থেকে দেখা যাবে। সেদিন চাঁদের ৯৭.৯ শতাংশ পৃথিবীর ছায়ায় ঢাকা পড়ে যাবে। স্বল্প সময়ের জন্য অরুণাচল প্রদেশ ও অসমের কিছু অংশ থেকে দেখা যাবে এই গ্রহণ।’
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊