শনিবার থেকে শুরু হতে চলেছে বক্সিং ডে টেস্ট। তার আগে ভারতীয় দল ঘোষণা করলো ভারতের। এই টেস্ট থেকে বাদ পড়ে গেল বাংলার ঋদ্ধিমান সাহা। খারাপ পারফরম্যান্সের জন্য বাদ পড়লেন ওপেনার পৃথ্বী শ। এদিকে পিতৃত্বকালীন ছুটিতে দেশে ফিরে এসেছেন অধিনায়ক বিরাট কোহলি। ফলে অধিনায়কের দায়িত্ব আজিঙ্ক রাহানে-র ওপর দেওয়া হয়েছে। অন্যদিকে সহ-অধিনায়কের দায়িত্ব সামলাবেন চেতেশ্বর পূজারা।
দ্বিতীয় টেস্টে অভিষেক হতে চলেছে শুভমান গিল ও ফাস্ট বোলার মহম্মদ সিরাজের। ঋদ্ধির জায়গায় উইকেট রক্ষকের দায়িত্ব সামলাবেন ঋষভ পান্থ। এদিকে টেস্ট দলে ফিরলেন রবীন্দ্র জাডেজা।সঙ্গে স্পিনার হিসেবে থাকছেন রবিচন্দ্রন অশ্বিন। ওপেনিংয় করবেন মায়াঙ্ক আগরওয়াল ও শুভমান। তিন থেকে ছয়ে নামবেন পূজারা, রাহানে, হনুমা বিহারি ও ঋষভ পান্থ। সাত নম্বরে ব্যাট করবেন অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। এরপর অশ্বিন ও তিন ফা্স্ট বোলার। নবাগত সিরাজকে নিয়েও আশাবাদী ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে চোটের কারণে ছিটকে গেছেন মহম্মদ সামি।
এক নজরে বক্সিং ডে টেস্টের দল-
- আজিঙ্ক রাহানে (অধিনায়ক)
- মায়াঙ্ক আগরওয়াল
- শুভমান গিল
- চতেশ্বর পূজারা (সহ অধিনায়ক)
- হনুমা বিহারি
- ঋষভ পান্থ (উইকেট রক্ষক)
- রবীন্দ্র জাডেজা
- রবীচন্দন অশ্বিন
- উমেশ যাদব
- যশপ্রীত বুমরা
- মহম্মদ সিরাজ
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊