Latest News

6/recent/ticker-posts

Ad Code

ময়না-তে তৃণমূল কংগ্রেসের ভাঙন





ময়না-তে তৃণমূল কংগ্রেসের ভাঙন


সুজিত মণ্ডল, পূর্ব মেদিনীপুর  

পূর্ব মেদিনীপুর জেলার ২০৬ ময়না বিধান সভায় তৃণমূল কংগ্রেসে ভাঙন। ময়না তিল খোঁজা অঞ্চলের উপপ্রধান ও ব্লক সহ সভাপতি সুকুমার রায় তৃণমূল দল থেকে পদত্যাগ করলেন।মূলত শারীরিক অসুস্থতা কারন দেখিয়ে তিনি এই পদ ত্যাগ করলেন।তিনি বলেছেন ১৯৯৮ সালে এক অ্যাক্সিডেন্টের কারণে অসুস্থ ছিলেন ।।তাই তিনি দলের হয়ে ঠিক মত কাজ করতে পারছিলেন না।সেই করেন তিনি পদত্যাগ করলেন।সুকুমার রায় বলেন তিনি দাদার অনুগামী।তাই বিজেপিতে যোগদান সময়ের উপর তিনি ছেড়ে দিয়েছেন।


তৃণমূল কংগ্রেসের আরেক শ্রীকণ্ঠা অঞ্চলের সভাপতি ও পঞ্চায়েতের বন ও ভূমি কর্মাদক্ষ গৌতম কুমার গুরুং তৃণমূল দল থেকে পদত্যাগ করেন। দীর্ঘ ১৬ বছর এই পদে তিনি ছিলেন।তিনি বলেন আমি দাদা শুভেন্দু অধিকারী ভক্ত।দাদা আমার ভগবান।শুভেন্দু দাদার সঙ্গে আমার এই যে সম্পর্ক দল ভালো ভাবে নিচ্ছে না, কটু নজরে দেখছে।বিভিন্ন সময় বিভিন্ন অপমান জনক কথা বলছে।তাই আমি স্বেচ্ছায় দল থেকে পদত্যাগ করছি।তিনি ময়না ব্লক সভাপতি সুব্রত মালাকারের কাছে তার পদত্যাগের পত্র পাঠিয়ে দিয়েছেন।

ময়নাতে তৃণমূলের ভাঙন

Posted by Sangbad Ekalavya on Thursday, December 24, 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code