WhatsApp Web মারফত ভিডিও কল করবেন কিভাবে? জেনে নিন পদ্ধতি
এই মুহুর্তে সারা বিশ্বজুড়ে বার্তা আদান প্রদানের জনপ্রিয় মাধ্যমে পরিণত হয়েছে WhatsApp । WhatsApp -এ ধীরে ধীরে বিভিন্ন ক্ষেত্রে নতুন নতুন আপডেট করেছে। WhatsApp এর মাধ্যমে ভিডিও কলে মনের মানুষের সঙ্গে কথা বলা বা কোনো জরুরী আলোচনার মাধ্যম হয়ে দাড়িয়ে গেছে। মোবাইল সংস্করণটি কেবল আট জন অংশগ্রহণকারীকে অনুমতী দেয়।
তবে মোবাইলে ভিডিও কল করা সহজ হলেও WEB মারফত বা ডেস্কটপে ভিডিও কল করবেন কিভাবে? ওয়েব সংস্করণে এখনও তা সম্ভব নয়। সম্প্রতি জানা গিয়েছে, যে হোয়াটসঅ্যাপ ওয়েব সংস্করণের জন্য ভিডিও কল ফিচার নিয়ে পরীক্ষা চলছে। এটি শীঘ্রই ব্যবহারকারীদের জন্য উপলব্ধ হতে পারে।
কী ভাবে হোয়াটসঅ্যাপ ভিডিও কল করবেন?
- ডিভাইসে WhatsApp Web আপনার অ্যাকাউন্ট খুলুন।
- বাম দিকের কোনে থ্রি ডটেট অপশনে ক্লিক করে ক্রিয়েট রুমে ক্লিক করুন।
- এরপর স্ক্রিনে ‘Continue in Messenger,’ আসবে। সেখানে ক্লিক করতে হবে। ডিভাইস থেকে অবশ্যই ফেসবুক লগ ইন রাখতে হবে।
- এরপর ভিডিও কলের লিঙ্ক পাঠিয়ে দিন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊