নতুন বছরে শুভেচ্ছা জানাতে এই কাজটি ভুলেও করবেন না 




আর মাত্র দুটো দিন পেরোলেই ইংরেজি নতুন বছর। এরই মধ্যে সবাই নতুন বছরের আগাম শুভেচ্ছা জানাতেও শুরু করে দিয়েছে অনেকেই। শুভেচ্ছা জানাতে গিয়ে অজান্তেই ছড়িয়ে পড়ছে একটি বিপজ্জনক `স্প্যাম। একটি বিশেষ লিঙ্কের মাধ্যমে মেসেঞ্জারে-Whatsappএ পাঠানো হচ্ছে শুভেচ্ছো বার্তা। এর মাধ্যমেই আইডি নিয়ন্ত্রণে নিয়ে নিচ্ছে একটি দল। এমনকি মোবাইলের গোপন তথ্যও চলে যাচ্ছে অন্যের হাতে। 


শুভেচ্ছা জানানোর এই বিশেষ লিঙ্কটিকে ‘স্প্যাম’ দাবি করে লিঙ্কটি ওপেন করা থেকে সাবধান হতে বলছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মেসেঞ্জারে, Whatsapp এ নতুন বছরের শুভকামনা জানানোর জন্য অনেকে একটি সারপ্রাইজ মেসেজ লিঙ্ক ফরোয়ার্ড করছে। সন্দেহজনক লিঙ্কে ক্লিক না করে সবাইকে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়ে সচেতন হতে বলছেন বিশেষজ্ঞরা।