Breaking News শুরু হচ্ছে আপার প্রাইমারির ভেরিফিকেশন, বিজ্ঞপ্তি দিয়ে সূচি জানালো কমিশন
শুরু হচ্ছে আপার প্রাইমারির ভেরিফিকেশন। ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হল ৪ঠা জানুয়ারী থেকে 1st SLST (AT) 2016 আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে রুল ১২(৩) অনুযায়ী অনলাইনের মাধ্যমে ভেরিফিকেশন আরম্ভ হতে চলেছে। বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে যে, ১১ই ডিসেম্বর ২০২০-এ হাইকোর্টের নির্দেশ মতো ভেরিফিকেশন চালু হচ্ছে।
৪ঠা জানুয়ারী ২০২১ থেকে ২০ই জানুয়ারী ২০২১, সন্ধ্যা ৬টার মধ্যে অনলাইন মারফত অ্যাসিট্যান্ট শিক্ষক পোস্টের জন্য কমিশনের নির্দেশ মতো বেশ কিছু নথির স্ক্যান কপি পিডিএফ আকারে আপলোড করতে হবে। কমিশনের ওয়েবসাইট www.westbengalssc.com এ গিয়ে এই ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে।
নথির বিবরণ পর্যন্ত প্রকাশ করেছে কমিশন। উক্ত নথি আপলোড না করলে অনুপস্থিত হিসেবে ধরে নেওয়া হবে বলেও জানানো হয়েছে।
প্রয়োজনীয় নথি-
- ভোটার কার্ড/ ড্রাইভিং লাইসেন্স/ প্যান কার্ড/পাসপোর্ট/ আধার কার্ড
- মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
- মাধ্যমিক মার্কশিট
- স্নাতকের সকল মার্কশিট
- প্রোফেশনাল কোয়ালিফিকেশনের সমস্ত মার্কশিট
- কাস্ট সার্টিফিকেট
- এক কপি বর্তমান রঙিন ছবি
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊