SBI এ PO পদে নিয়োগ পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ 




ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার পদে নিয়োগের পরীক্ষার অ্যাডমিট কার্ড প্রকাশ করেছে। অফিসিয়াল ওয়েবসাইট sbi.co.in থেকে অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে পারবেন আবেদনকারী চাকরিপ্রার্থীরা।


অ্যাডমিড কার্ড ডাউনলোড করতে প্রথমে অফিশিয়াল ওয়েবসাইট sbi.co.in, sbi.co.in-এ গিয়ে হোমপেজে 'careers' সেকশনে PO admit card download লিঙ্কে ক্লিক করতে হবে। রেজিস্ট্রেশন নম্বর, জন্মতারিখ দিয়ে 'Submit' -এ ক্লিক করতে হবে। স্ক্রিনে অ্যাডমিট কার্ড দেখতে পাওয়া যাবে। ডাউনলোড করে প্রিন্ট আউট নিয়ে নিতে হবে।


২০২০ সালের ৩১ ডিসেম্বর এবং ২০২১ সালের ২ জানুয়ারি, ৪ জানুয়ারি এবং ৫ জানুয়ারি প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। মোট ২,০০০ শূন্য আসনে স্টেট ব্যাংক কর্মী নিয়োগ করবে প্রবেশনারি অফিসার পদে। প্রিলিমিনারি, মেইন এবং ফাইনাল ইন্টারভিউ এই তিনটি দফায় প্রার্থী বাছাই করা হবে। জানুয়ারির তৃতীয় সপ্তাহ নাগাদ ফলপ্রকাশ হবে । এরপর মেইনস। ২৯ জানুয়ারি ২০২০-তে মেইনস পরীক্ষা অনুষ্ঠিত হবে । মেইনের ফলাফল ঘোষণা করা যেতে পারে ফেব্রুয়ারির তৃতীয় বা চতুর্থ সপ্তাহে। মেইনে উত্তীর্ণ প্রার্থীকে ফাইনাল ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে।