রাজ্য সরকারের দুয়াড়ের সরকার প্রকল্পে স্বাস্থ্য সাথী কার্ডে উপচে পড়া ভিড়
সঞ্জিত কুড়ি, পূর্ব বর্ধমান:
মুখ্যমন্ত্রীর নির্দেশ মত ২০ হাজার ক্যাম্পের মাধ্যমে ১লা ডিসেম্বর থেকে শুরু হয়েছে "দুয়ারে সরকার" কর্মসূচি,।মুখ্যমন্ত্রীর এই কর্ম সূচি সফল করতে বর্ধমান পৌরসভার ২৩ নং ওয়ার্ডের কাঞ্চননগর বেলপুকুর জি এস এফ পি বিদ্যালয়ে শুরু হয় এই কর্মসূচি।স্বাস্থ্যসাথী কার্ড করতে ভোর থেকে লম্বা দাড়িয়ে বয়স্করা।
মোট চারটি রাউন্ডে কুড়ি হাজার ক্যাম্পের মাধ্যমে এই কর্মসূচি করা হবে। এই কর্মসূচির আওতায় মোট ১১ টি স্কিম আনাহয়েছে ।মূলত এই কর্মসূচির আওতায় সর্বাধিক গুরুত্বপূর্ণ হিসেবে ১১টি স্কিমের কথা রাজ্যের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে।স্বাস্থ্যসাথী,কাস্ট সার্টিফিকেট, জয় জহর, তপশিলি বন্ধু, খাদ্য সাথী, শিক্ষাশ্রী, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, কৃষক বন্ধু, এবং ১০০ দিনের কাজ।এই ১১ টি স্কিম ছাড়া আরো কোন কিছু বিষয় নিয়ে অভিযোগ থাকলে আসা যাবে ক্যাম্পে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার বাঁকুড়া খাতড়ার প্রশাসনিক সভা থেকে ঘোষণা করেন এই "দুয়ারে দুয়ারে সরকার" প্রকল্প। প্রথম রাউন্ডের কাজ হবে ১ থেকে ১১ ডিসেম্বর। দ্বিতীয় রাউন্ডের কাজ হবে ১৫ থেকে ২৪ ডিসেম্বর। তৃতীয় রাউন্ডের কাজ হবে ২ থেকে ১২ জানুয়ারি ২০২১ এবং চতুর্থ রাউন্ডের কাজ হবে ১৮ থেকে ৩০ শে জানুয়ারি ২০২১।মুখ্য মন্ত্রীর এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সমস্থ মানুষ উপকৃত হবেনবলে জানান তৃণমূল নেতা মানিক দাস।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊