চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়
'এসেছি যখন, যেতে তো হবেই'- পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন বর্ষীয়ান অভিনেতা মনু মুখোপাধ্যায়। দীর্ঘদিন ধরে হৃদযন্ত্রের সমস্যায় ভুগছিলেন। ৯০ বছর বয়সে আজ সকাল ৯টা ৪৫ মিনিটে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেল। তাঁর মৃত্যুতে সিনেপ্রেমীদের মনে শোকের ছায়া। আজই কেওড়াতলা মহাশ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
১৯৩০ সালের ১ মার্চ কলকাতায় জন্মগ্রহণ করেন মনু মুখোপাধ্যায়। প্রথম জীবনে ছিলেন থিয়েটারের প্রম্পটার। মৃণাল সেনের ‘নীল আকাশের নীচে’ সিনেমায় অভিনয় করেই সিনে জগতে পা দিয়েছেন তিনি। এরপর বহু সিনেমায় একাধিক গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেছেন তিনি। অভিনয় করেছেন সত্যজিৎ রায়, মৃণাল সেনের ছবিতেও। মৃণাল সেনের মৃগয়া, সত্যজিৎ রায়ের জয়বাবা ফেলুনাথ, গণশত্রু ছাড়াও সাহেব, প্রতিদান সহ একাধিক বাংলা ছবিতে অভিনয়ের পাশাপাশি ছোট পর্দাতেও নিয়মিত অভিনয় করেছেন তিনি।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊