রোজগার কেন্দ্রিক শিক্ষা ও শিক্ষা শেষে কর্মসংস্থান  সহ একাধিক দাবীতে প্রতিবাদ কর্মসূচি  ABVP এর 



অভীক মিত্র, বীরভূম :

আজ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের (এবিভিপি) বীরভূম জেলার দুবরাজপুর নগর শাখার পক্ষ থেকে রোজগার কেন্দ্রিক শিক্ষা ও শিক্ষা শেষে কর্মসংস্থান, বেহাল শিক্ষাব্যবস্থা ও বাড়তে থাকা শিক্ষা দুর্নীতির বিরুদ্ধে, কলেজ ক্যাম্পাসে তথা রাজ্যের সার্বিক গণতান্ত্রিক পরিবেশ ফেরাতে, রাজ্যজুড়ে নারী সুরক্ষা নিশ্চিত করতে, ভোট ব্যাংকের স্বার্থে সাম্প্রদায়িক তোষনের বিরুদ্ধে পাঁচ দফা দাবি সহ একটি প্রতিবাদ কর্মসূচি পালন করা হয় ।

এ‌দিন‌‌ এই পরিষদের ‌ সদস্যরা পদযাত্রা করে বিডিও অফিসে একটি স্মারকলিপি তুলে দেন ।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সমরেশ ঘোষ,দুবরাজপুর নগর ইউনিটের সম্পাদক উজ্জ্বল পাল সহ বীরভূম জেলার অন্যান্য কার্যকর্তারা ।