কৃষক আন্দোলনের সমর্থনে ছাত্রসমাজের সংহতি মিছিল
কোচবিহার :
কৃষি আইন বাতিলের দাবিতে দিল্লিতে যে ঐতিহাসিক কৃষক আন্দোলন গত ২৫শে নভেম্বর থেকে শুরু হয়েছে সেই আন্দোলনকে সংহতি জানিয়ে আজ কোচবিহার শহরে অল ইন্ডিয়া ডিএসও'র পক্ষ থেকে সংহতি মিছিল করা হয় । স্থানীয় ক্ষুদিরাম স্কোয়ার এ জমায়েত করে একটি দৃপ্ত মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমণ করে।
আজকের এই সংহতি মিছিলে উপস্থিত ছিলেন এআইডিএসও রাজ্য সম্পাদক মণিশংকর পট্টনায়ক, কোচবিহার জেলা সম্পাদক জহিদুল হক , সভাপতি স্বপন বর্মন সহ জেলার বিভিন্ন নেতৃত্ববৃন্দ। ক্ষুদিরাম স্কয়ার থেকে শুরু করে ঐতিহাসিক শহীদবাগ মুক্ত মঞ্চের সামনে এই মিছিল শেষ হয়। মিছিল শেষে শহীদবাগে বক্তব্য রাখেন কুচবিহার জেলা সম্পাদক জহিদুল হক। তিনি বলেন, সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে দিল্লির এই ঐতিহাসিক কৃষক আন্দোলনের সমর্থনে ৩-১০ ডিসেম্বর সংহতি সপ্তাহ পালনের ডাক দেওয়া হয়েছে। তারই অঙ্গ হিসেবে আজকের এই মিছিল। আমরা কৃষকদের স্বার্থে সারা জেলা জুড়ে এই কর্মসূচি চালিয়ে যাব।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊