সেলফি তুলে জরিমানা দিতে হল চিলির প্রেসিডেন্টের!



সেলফি তুলে জরিমানা দিতে হয়। এ আক আজব ব্যাপার মনে হলেও সত্যিই। আর সেই জরিমানা যখন গুনতে হল স্বয়ং দেশের প্রেসিডেন্টকেই তা সত্যিই অবাক ব্যাপার। সমুদ্রতীরে একজনের সঙ্গে সেলফি তুলেছেন চিলিয়ান প্রেসিডেন্ট সেবাস্তিয়ান পিনেরা। আর এরজন্য জরিমানা ধার্য হয়েছে ৩,৫০০ ডলার ($3,500)। 


করোনা পরিস্থিতিতে এটাই স্বাভাবিক। করোনা অতিমারীর জন্য মাস্ক এখন সর্বক্ষণের জন্য বাধ্যতামূলক সে দেশে। এর অন্যথা হওয়ায় এই জরিমানা হয়েছে।




সেবাস্তিয়ান পিনেরা তাঁর বাড়ির কাছে সমুদ্রতীরে হাঁটছিলেন। এক মহিলা তাঁকে চিনতে পেরে সেলফি তোলার অনুরোধ করলে সেই অনুরোধ রাখতে গিয়ে সেলফি তোলেন প্রেসিডেন্ট। ছবিতে দেখা যায়, মাস্ক ছাড়াই ওই মহিলার বেশ কাছে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রেসিডেন্ট। ছবিটি সোশ্যাল মিডিয়ায় আপলোড হলে এই বিপর্যয়। 


প্রেসিডেন্ট অবশ্য ঘটনার পরে ক্ষমাও চেয়ে নিয়েছিলেন। জনসমক্ষে মাস্ক পরা কঠোর ভাবে বাধ্যতামূলক চিলিতে। জরিমানা ও কারাবাসের নিয়মও বহাল সে দেশে।