Latest News

6/recent/ticker-posts

Ad Code

করোনা আবহে ফের আজ থেকে জারি হচ্ছে কেন্দ্রের নয়া গাইডলাইন

 


করোনা আবহে ফের আজ থেকে জারি হচ্ছে কেন্দ্রের নয়া গাইডলাইন 


দেখতে দেখতে গড়িয়ে চলছে সময়ের চাকা। আর সময়ের সঙ্গে বেড়েই চলছে করোনা সংক্রমণ। এখনও যা আয়ত্তে আসতে পারেনি। ফলে এক প্রকার চিন্তার ভাঁজ মানুষের মনে। আবিষ্কার হয়নি ভ্যাকসিন। পড়ছে শীত। শীতকালীন সময়ে নতুন করে মাথা চাড়া দেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দিতে পারছে বিশেষজ্ঞরা। এর মাঝেই এজ থেকে ফের নতুন গাইডলাইন -জারি হচ্ছে দেশ জুড়ে ।  স্বরাষ্ট্র মন্ত্রক (এমএইচএ) কোভিড -১৯ নিয়ন্ত্রণের কিছু নতুন গাইডলাইন জারি করেছে।

  • কেন্দ্র তার রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে পরিস্থিতি মূল্যায়নের ভিত্তিতে নাইট কারফিউ ও স্থানীয় যাবতীয় বিধিনিষেধ আরোপের অনুমতি দিয়েছে কেন্দ্র। 
  • কেন্দ্রের পরামর্শ ছাড়া কনটেন্টমেন্ট জোনগুলির বাইরে কোনও লকডাউন জারি করতে পারবে না।  
  • রাজ্য সরকার অফিসগুলোর  সময়সীমা এবং অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়নের সিদ্ধান্ত নিতে পারে। 
  • যেখানে সাপ্তাহিক ক্ষেত্রে পজিটিভিটি হার ১০ শতাংশেরও বেশি, সেক্ষেত্রে অফিসগুলিতে কর্মীদের উপস্থিতির সংখ্যা কমাতে পারে।  
  • স্থানীয় জেলা, পুলিস ও পৌরসভাগুলি নজর রাখবে যে তাদের এলাকায় বিধিনিষেধ ঠিকমতো পালন হচ্ছে কিনা। 

  • কেন্দ্রের বিধিনিষেধ না মানলে রাজ্য সরকার সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিতে পারবে। প্রয়োজনে জরিমানাও দিতে হতে পারে।  
  • প্রতিবেশী দেশগুলির সঙ্গে চুক্তি অনুসারে আন্তঃরাষ্ট্রীয় ব্যক্তি ও পণ্য পরিবহনের ক্ষেত্রে কোনও বিধিনিষেধ থাকবে না। 
  • কন্টেন্টমেন্ট জোনগুলিতে কড়া নজরদারি চালানো হবে। 
  • কোভিড পজেটিভ রোগীদের দ্রুত চিকিত্সার ব্যবস্থা করতে হবে।
  • সিনেমা হল এবং থিয়েটারে ৫০ শতাংশ লোক নিয়ে চলতে হবে। 
  • সুইমিং পুল গুলি শুধুমাত্র ট্রেনিং এবং স্পোর্টস পারসনদের জন্য় ব্য়বহার করা যাবে। 
  • এগজিবিশন হলগুলি শুধুমাত্র ব্যবসার কাজে ব্যবহার করা যাবে। 
  • সামাজিক, ধর্মীয় বা যেকোনও অনুষ্ঠানে হলের আয়তন অনুযায়ী সর্বাধিক ৫০ শতাংশ লোক নিয়ে অনুষ্ঠান করা যাবে।
  •  ৬৫-র ওপরে, কো-মর্বিডিটি রয়েছে এমন ব্যক্তি, গর্ভবতী মহিলা, ১০ বছরের নিচে শিশুদের বাড়িতে থাকারই নির্দেশ দিয়েছে কেন্দ্র।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code