প্রকাশিত হল UGC-NET-এর ফল, ফল জানতে ক্লিক করুন
ন্যাশনাল টেস্টিং এজেন্সি আয়োজিত ইউজিসি-নেট ২০২০-র ফল প্রকাশ করল বোর্ড। প্রায় ৫ লক্ষ পরীক্ষার্থী নেট পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। জুন ২০২০-র ইউজিসি নেট পরীক্ষায় ৮,৬০,৯৭৬ জন নথিভুক্ত করেন, যার মধ্যে ৫,২৬,৭০৭ জন পরীক্ষায় বসেন। ২৪ সেপ্টেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত ১২ দিন ধরে চলে ৮১ টি বিষয়ের পরীক্ষা। দিনে দু'টি করে পরীক্ষা নেওয়া হয়। ৩০ নভেম্বর পরীক্ষার উত্তরপত্র প্রকাশ করা হয়।
ফলাফল জানতে ugcnet.nta.nic.in-এ গিয়ে সরাসরি লগ-ইন করতে হবে। এরপর অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, সুরক্ষিত পিন নম্বরটি সাবমিট করে স্ল জানতে পারবেন। ডাউনলোড করে, প্রিন্ট আউট করতেও পারবেন।
ফল জানতে-
UGC-NET June 2020 NAT Score- এ ক্লিক করুন
অ্যাপ্লিকেশন নম্বর, জন্ম তারিখ, সুরক্ষিত পিন নম্বরটি সাবমিট করুন
UGC NET June 2020-র ফলাফল দেখতে পাবেন
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊