রাজ্য সরকার কর্মচারীদের জন্য আগামী জানুয়ারি থেকে ৩ শতাংশ ডি এ দেওয়ার ঘোষণা


আজ রাজ্য সরকারি কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে মুখ্যমন্ত্রী রাজ্য সরকার কর্মচারীদের জন্য আগামী জানুয়ারি থেকে ৩ শতাংশ ডি এ দেওয়ার ঘোষণা করেন।

বিরোধী কর্মচারী সংগঠন বলছে HRA 12% আছে সেখানে আগের 15% করার জন্য  3% দিচ্ছে এটাকে DA বলে ভুল ব্যাখ্যা দিচ্ছেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী দাবি করেন, অন্য বছর দু'শতাংশ ডিএ দেওয়া হয়। এবার তা বাড়িয়ে তিন শতাংশ করা হয়েছে। অর্থসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানান, ২০১১ সালে ৩০ শতাংশ ডিএ দেওয়া হয়েছিল। তারপর ২০২০ সালের ১ জানুয়ারি থেকে যখন পে-কমিশন চালু করা হযেছিল, ১২৫ শতাংশ ডিএ হয়ে গিয়েছিল। তারপর ১২৫ শতাংশ ডিএ বেসিকের সঙ্গে যোগ করে ২.৭৫ গুণ করে বেতন দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘মার্জড ডিএ এবং বেসিকের উপর ৩ শতাংশ ডিএ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। যেটা সংশোধিত পে-স্কেল, তার উপর দেওয়া হবে।’