'আর নয় অন্যায়' এর কর্মসূচি বিজেপির, নেতারা বিঁধলেন সিপিআইএম-কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস




আজ ভারতীয় জনতা পার্টির ময়না ২০৬ বিধান সভার উত্তর মণ্ডলের ১০ নম্বর শক্তি কেন্দ্রের পক্ষ থেকে "আর নয় অন্যায়" এর কর্ম সূচি হিসাবে পথ পরিক্রমা ও পথ সভার আয়োজন করা হয়।এই পথ সভায় উপস্থিত ছিলেন জেলা সহ সভাপতি আশীষ কুমার মণ্ডল,জেলা সম্পাদক চন্দন মণ্ডল, জেলা সদস্য সুজিত বেরা,উত্তর মণ্ডলের সভাপতি দেবদাস মাইতি,সম্পাদক স্বপন প্রামাণিক সহ বিভিন্ন বুথের সভাপতি ও সদস্যগণ। 


এই পথ সভায় জেলা নেতৃত্ব রা সিপিএম,কংগ্রেস থেকে শুরু করে বর্তমান তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন।


জেলা নেতৃত্ব সুজিত বেরা মহাশয় বলেন সিপিএম,কংগ্রেস গ্রাম বাংলায় আর নেই,আর যে সব তৃণ মূলের পঞ্চায়েত আছেন,আপনারা ২০১৮ সালে আমাদের পঞ্চায়েতে নমিনেশন ফাইল না করতে দিয়ে,বুথ জ্যাম করে,মিথ্যা মামলা দিয়ে জিতে এসেছেন।তাই ভাববেন না ২০২৩ সাল পর্যন্ত আপনারা রাজত্ব করবেন।এই বিধান সভায় বিজেপি জিতে এলে আপনাদের অবস্থা আমাদের চেয়েও খারাপ হবে।তিনি আরো বলেন এই সরকার মানুষ কে ঠকানোর জন্য বিভিন্ন সময় বিভিন্ন প্রকল্প নিয়ে আসছেন। দিদি ১৫ লক্ষ চাকরি দিয়েছেন ২৫০০ টাকা থেকে ৮০০০ টাকা বেতনের ।এই ভাবেই দিদি ভেবেছিলেন সিপিএম এর মতো ৩৪ বছর পার করে দিবেন।কিন্তু একটা ঘৃন্য সরকার চলছে,যে সরকারের চাকরি দেবার নাম করে বেকারদের কাছে টাকা লুট করে তাদেরকে পথে বসিয়েছেন,তারা চাকরি পায়নি,তাদের যন্ত্রণা তারা ও তাদের বাবা মা জানবেন।



জেলা সম্পাদক স্বপন প্রামাণিক বলেন ,আমরা গৃহ সম্পর্ক অভিযানে গেলে আমাদের কাছে অ্যাম্ফান,আবাস যোজনার মত বহু অভিযোগ পাই।তাদের কাছ থেকে দিদির ভাইরা কাট মানি খেয়ে তাদের নিঃস্ব করে দিয়েছে। কাট মানি খেতে খেতে এরা ল্যাট্রিনের পায়খার টাকাও খেয়ে নিয়েছে। অনেক দিন আগে মোদীর স্বাস্থ্য প্রকল্প ৫ লক্ষ টাকা আয়ুশ মান ভারত চালু না করে এখন ভোটের স্বার্থে দিদি স্বাস্থ্য সাথী চালু করছেন।


তিনি আরো অভিযোগ করেন,ময়না তে মাছ চাষ হয়।এই মাছ চাষের জন্য একটা মৎস্য প্রকল্পের হাব করা যেতে পারত।ময়না তে বহু শিক্ষিত বেকার আছে ।এদের কারিগরি শিক্ষার জন্য একটা স্কুল করা যেত পারত।ময়নার পান চাষীদের জন্য একটা বাজারের কথা এই সরকারের ভাবে নি।শুধু ভেবেছে কি ভাবে রাস্তা নির্মাণের টাকা কাট মানি করবো।ময়না,পূর্ব মেদিনীপুর জেলা থেকে সুজিত মণ্ডলের রিপোর্ট।