Latest News

6/recent/ticker-posts

Ad Code

ভাতা নয় চাকরি চাই- এবার পথে অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন




ভাতা নয় চাকরি চাই- এবার পথে অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

সঞ্জিত কুড়ি,পূর্ব বর্ধমান

শিয়ালদহ বিগ বাজারের সম্মুখ হইতে সুবোধ মল্লিক স্কয়ার(ওয়েলিংটন)পযন্ত মহামিছিল এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হল অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন।



পূর্বে শ্রম দপ্তরের অধীনে কর্ম বিনিয়োগ কেন্দ্রের মাধ্যমে পুলিশ, স্বাস্থ্য, কৃষি, মৎস্য প্রত্যেকটি দপ্তরে নিয়োগ হতো।কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক অভিনব পদ্ধতির মাধ্যমে শ্রম দপ্তরের নথিভূক্ত থাকা কর্ম প্রার্থীগণের তথ্যপ্রযুক্তির মাধ্যমে নাম নথিভুক্ত করাহয়। এবং কর্মপ্রার্থীদের নিয়ে এই প্রকল্পের শুভ সূচনা করেন এবং যুবশ্রী নামের স্বীকৃতি দিয়েছিলেন মুখ্য মন্ত্রী।উক্ত মঞ্চ থেকে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সকল কর্ম প্রার্থী আজ থেকে মাসে পনেরশো টাকা করে পাচ্ছেন আগামী এক বছরের মধ্যে বিভিন্ন দপ্তরে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এবং বয়সের নিরীক্ষা নিয়োগ করা হবে। কিন্তু দুর্ভাগ্য আজ আট বছর অতিক্রম করার পরেও কোনো নিয়োগ এই এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে হলো না। তাই আজ অল বেঙ্গল ইউথ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন গড়ে তোলা হয় বলে জানান আন্দলনকারীরা।


আন্দোলনকারীরা আরও জানান, গত ১লা জুলাই ২০১৯শে কলকাতার শ্রম দপ্তরের প্রধান কার্যালয় ডেপুটেশন দেওয়া হয়। পরবর্তী কালে ২রা ডিসেম্বর ২০১৯শে নবান্নে অর্থাৎ মুখ্যমন্ত্রী প্রধান কার্যালয়ে ডেপূটেশন প্রদান করাহয়েছে বলে জানান আন্দলনকারীরা। কিন্তু সরকারের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো সদুত্তর না পাওয়ায় কয়েকটি দাবি নিয়ে শিয়ালদহ বিগ বাজারের সম্মুখ হইতে সুবোধ মল্লিক স্কয়ার(ওয়েলিংটন)পযন্ত মহামিছিল। এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি করাহয়।ভাতা নয় চাকরি চাই।এইদাবি রেখে এই কর্মসূচি করার হয়।

ভাতা নয় চাকরি চাই

Posted by Sangbad Ekalavya on Friday, December 4, 2020

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code