আদালতে ধাক্কা খাওয়ার পর স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান নিয়োগ !
![]() |
credit:social media |
গত ২ বছর থেকে এসএসসিতে কোন স্থায়ী চেয়ারম্যান ছিলেন না। এতদিন সচিব অতিরিক্ত দায়িত্ব হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব সামলাচ্ছিলেন। তবে আপার প্রাইমারির নিয়োগ নিয়ে আদালতে ধাক্কা খাওয়ার পর সরকার বাধ্য হয়ে একজন উপাচার্যকে স্থায়ী চেয়ারম্যানের দায়িত্ব দিল।
জানা গেছে আজ NSOU এর V. C প্রফেসর শুভ শঙ্কর সরকার স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান হিসাবে দায়িত্ব গ্রহণ করতে চলেছেন।
উচ্চপ্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া বাতিলের পিছনে আদালতে একটা অন্যতম কারণ এসএসসিতে স্থায়ী চেয়ারম্যান না থাকা। তাই নিয়োগ প্রক্রিয়া নতুন করে শুরু করবার আগে স্থায়ী চেয়ারম্যান নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য ৷
উল্লেখ্য, এসএসসির চেয়ারম্যান পদ থেকে সুবীরেশ ভট্টাচার্য চলে যাওয়ার পর দায়িত্ব দেওয়া হয় বেহালা কলেজের অধ্যক্ষ শর্মিলা মিত্রকে। তারপর হাওড়া জয়পুর পঞ্চানন রায় কলেজের অধ্যক্ষ সৌমিত্র সরকার এসএসসির চেয়ারম্যান পদে নিযুক্ত ছিলেন। কিন্তু স্কুল সার্ভিস কমিশনের আধিকারিকদের নিয়ে বৈঠকে অনুপস্থিত ছিলেন সৌমিত্রবাবু। এরপর তাঁকে শােকজও করা হয়। তারপর থেকে
স্কুল সার্ভিস কমিশনের এক আধিকারিককে চেয়ারম্যান পদের কাজ অস্থায়ীভাবে চালিয়ে যাওয়া হয়েছিলো।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊