২১ শে ডিসেম্বর ২০২০ ঘটবে বিরল মহাজাগতিক ঘটনা-জরুরী বিজ্ঞপ্তি পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের
২১ শে ডিসেম্বর ২০২০ ঘটবে বিরল মহাজাগতিক ঘটনা। দুটি বিশাল গ্যাসীয় গ্রহ, বৃহস্পতি ও শনি মিলে তৈরি করবে বিরল যুগ্মগ্রহ। ১৫ ডিসেম্বর থেকে ২৫ ডিসেম্বর দুটি গ্রহ খুব কাছাকাছি চলে আসবে আর ২১ শে ডিসেম্বর একদম মিলে গিয়ে যুগ্মগ্রহে পরিণত হবে। শনি, পৃথিবী ও বৃহস্পতির মধ্যে কোণের মান হবে শূন্যের কাছাকাছি (প্রায় ০.১ ডিগ্রি)। এমনিতে ২০ বছর পর পর বৃহস্পতি ও শনির মধ্যে দূরত্ব কমে যায় কিন্তু দুটি গ্রহের মিলন ঘটে বহু বহু বছর পর পর। এরপর ঘটবে ২০৮০ সালে, তারপর আবার ২৪০০ সাল। এর আগে ১২২৬ সালের ৪ঠা মার্চ এই ঘটনা ঘটেছিল। ৮০০ বছর পর এই মিলন।
দেখা যাবে সন্ধ্যার (৫:২৮ থেকে ৭:১২) দক্ষিণ-পশ্চিম আকাশে দিগন্তরেখার উপরে। পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ জানিয়েছে- এই বিরল মহাজাগতিক ঘটনা দেখার জন্যে বাইনােকুলার বা টেলিস্কোপ ব্যবহার করতে।
কাকতালীয়ভাবে, ২১ ডিসেম্বর সূর্য থাকবে মকরক্রান্তি রেখার উপর, ফলে পৃথিবীর উত্তর গােলার্ধে ঐদিন দীর্ঘতম রাত্রি।
এইদিন আকাশ নিয়ে কৌতূহল মেটানাে এবং মহাজাগতিক ঘটনা নিয়ে কুসংস্কার ও অন্ধবিশ্বাস-এর বিরুদ্ধে প্রচারের লক্ষ্যে জেলা ও বিজ্ঞানকেন্দ্র স্তরে এবিষয়ে কর্মসূচি গ্রহণের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊