উওর মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার জনসভা ফরাক্কায়
রাজেন্দ্র নাথ দত্ত, মুর্শিদাবাদ: রাজ্য তৃণমূল কংগ্রেসের হাতে গনতন্ত্র লুন্ঠিত। গনতন্ত্র পূনুরুদ্ধারের জন্য পরিবর্তন অবশাম্ভী বলে দাবি সাধারণ মানুষের। আগামী একুশের নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় পদ্মফুল ফুটবে জনগণের আর্শীবাদ নিয়েই বলে দাবি ভারতীয় জনতা পার্টির। তৃণমূল, কংগ্রেস ও সিপিআইএমের ক্ষমতা নেই বিজপির এই জয় যাএা রোখার। মঙ্গলবার বিকেলে ফরাক্কার ব্লকের এনটিপিসি মোড়ে বিজেপির যুব মোর্চার জনজাগরণ যাএার সূচনা করে এক জনসভায় এমনই মন্তব্য করলেন উওর মুর্শিদাবাদ জেলা যুব মোর্চার সভাপতি সুরজীৎ দাস।
এদিন তিনি রাজ্য সরকার ও তৃণমূল কংগ্রেসের তীব্র সমালোচনা করে বলেন, রাজ্যে আজ গনতন্ত্র নেই। জনগণের টাকা আত্মসাৎ করে চলেছে দিদির ভাইরা। জনগণ আজ দিদির রাজত্বে সর্বশান্ত হয়ে পড়েছে। জনগণ আজ তৃনমূল কংগ্রেসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাসের প্রাসাদের মতো দিদির শখের তৃণমূল কংগ্রেস আজ ভেঙে পড়ছে।একুশের বিধানসভা নির্বাচনে মুর্শিদাবাদ জেলায় বিজেপির নেতৃত্বে পরিবর্তন ঘটতে চলেছে। মুর্শিদাবাদ জেলায় এবার পদ্মফুল ফুটবে। কারো ক্ষমতা নেই রুখার। এদিনের সভায় উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য কমিটির সদস্য হেমন্ত ঘোষ সহ আরো একাধিক বিশিষ্ট ব্যক্তি জন।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊