বন দপ্তরের অভিযান, উদ্ধার বহু মূল্যের বেআইনি জ্বালানি কাঠ

কাজল দে, সংবাদ একলব্যঃ ডুয়ার্সের বিভিন্ন এলাকায় জঙ্গলের গাছ কেটে বেআইনিভাবে জ্বালানি কাঠ পাচারের অভিযোগ আসছিল দীর্ঘদিন থেকেই। শনিবার সকালে সেই অভিযোগের ভিত্তিতেই মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পালের নেতৃত্বে আচমকা অভিযোগ চালানো হয়।এদিন ধূপগুড়ির ডাউকিমারি, কালিরহাট, মাগুরমারি এলাকায় অভিযান চালিয়ে প্রায় ১৬ কুইন্টাল জ্বালানি কাঠ উদ্ধার করা হয়। পাচারকারীরা সাইকেল ছেড়ে পালিয়ে যায়। যে সাইকেলগুলোতে করেই জ্বালানি কাঠ পাচার করা হচ্ছিল। সেই ৮ টি সাইকেল আটক করা হয়েছে। 

 দীর্ঘদিন থেকেই জঙ্গলের মূল্যবান গাছ কেটে সেগুলো জ্বালানি হিসাবে পাচার করা হচ্ছিল। এই জ্বালানি কাঠগুলিকে মূলত বিভিন্ন মিষ্টির দোকানগুলোতে জ্বালানি হিসেবে ব্যবহার করা হতো। যেখানে কেন্দ্র ও রাজ্য সরকারের পক্ষ থেকে জ্বালানি হিসেবে গ্যাস ব্যবহারের ওপর জোর দেওয়া হয়েছে। সেখানে কিছু অসাধু ব্যবসায়ী কম দামে এই জ্বালানি কাঠ ব্যবহার করছেন। যারফলে বনাঞ্চলে যেমন গাছের সংখ্যা কমছে সেইসাথে বন্যপ্রাণীর বাসস্থানের সমস্যাও হচ্ছে। 

মরাঘাট রেঞ্জের রেঞ্জার রাজকুমার পাল জানান," গোসাইরহাট ও খট্টিমারি জঙ্গল থেকেই মূল্যবান গাছ কেটে জ্বালানি হিসাবে পাচার করা হচ্ছিল। এদিন অভিযান চালিয়ে প্রায় ১৬ ই কুইন্টাল জ্বালানি কাঠ ও ৮ টি সাইকেল আটক করা হয়েছে। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেফতার করা হয়নি। মূলত ধূপগুড়ি মার্কেটে বিক্রি করার উদ্দেশ্যেই আনা হচ্ছিল।"