বেকারত্ব ঘোচাতে ভারতীয় জনতা যুব মোর্চা এর তরফ থেকে 'জব কার্ড' লঞ্চ




একদিকে যখন দীর্ঘ ৮ বছর অপেক্ষায় থাকবার পর  উচ্চ আদালতের রায়ে রাজ্যের শিক্ষিত বেকারদের মধ্যে হতাশা তৈরি হয়েছে ঠিক সেই সময় বেকারত্ব ঘোচাতে ভারতীয় জনতা যুব মোর্চা এর তরফ থেকে 'জব কার্ড' লঞ্চ।

ক্ষমতায় এলেই নিয়ােগ করা হবে ৭৫ লক্ষ যুবক-যুবতীকে, এমনটাই দাবি গেরুয়া শিবিরের। আর তাই চাকরির প্রতিশ্রুতি সম্বলিত জব কার্ড দেবে বিজেপি।

রবিবারই প্রথম কার্ডের রেজিস্ট্রেশন করা হয়েছে। বিজেপির এই ঘােষণার আশার আলাে দেখতে শুরু করেছে যুব সমাজ। 


রবিবার বিজেপির হেস্টিংসের কার্যালয় থেকে সাংবাদিকদের মুখােমুখি হন সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়  ও সাংসদ সৌমিত্র খাঁ। এদিন চাকরির প্রতিশ্রুতি কার্ডের কথা ঘােষণা করেন সৌমিত্র খাঁ।। তিনি বলেন, 'আগামী ২ মাসের মধ্যে বিজেপি পৌঁছে যাবে ৭৫ লক্ষ বেকার যুবক-যুবতীদের কাছে। তাঁদের নাম-ঠিকানা নথিভুক্ত করে রাখা হবে। একুশের নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পরই এদের নিয়ােগ হবে। বাংলার বেকারত্ব সমস্যা ঘুচবে।'