এ পর্যন্ত কানাডায় করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ১৩৩ হাজার ৪৩১। গত ১২ ডিসেম্বর নতুন করে আক্রান্তের সংখ্যা ৬০১১ জন। করোনা নিয়ে এই দুশ্চিন্তার মাঝে সুখবর এলো ।
ইতিমধ্যে কানাডা সরকার স্বীকৃতি দিয়েছে Pfizer-BioNTech কে। এই Pfizer-BioNTech গতকাল কানাডায় পৌঁছেছে।
প্রধানমন্ত্রী ট্রুডো জানিয়েছেন- Pfizer-BioNTech এর প্রথম ব্যাচ চলে এসেছে। তবে করোনার সাথে লড়াই এখনো শেষ হয়নি তাই মাস্ক পড়তে হবে, হাত পরিষ্কার রাখতে হবে এবং যথাসম্ভব ভীর এড়িয়ে চলতে হবে ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊