Latest News

6/recent/ticker-posts

Ad Code

প্রশিক্ষণ কেন্দ্রের নামে প্রতারণা , গ্রেফতার ১মহিলা

প্রশিক্ষণ কেন্দ্রের নামে  প্রতারণা , গ্রেফতার ১মহিলা



SER-23,বাঁকুড়া, ২৩ডিসেম্বর:

প্রশিক্ষণ কেন্দ্রের  নাম করে টাকা আত্মসাতের অভিযোগে গ্রেফতার করা হল এক মহিলাকে। ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার  গঙ্গাজলঘাঁটিতে । 


প্রতারিতদের থেকে জানা যায়,  গত মাসে বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটিতে মহিলাদের নার্সিং, ট্রেলারিং, বিউটিশিয়ানসহ একাধিক বিষয়ের উপর প্রশিক্ষণ দেয়ার নাম করে বেশ কয়েকজন ছাত্রীদের নিয়ে গড়েতোলা হয় 'সোসাইটি রেজিস্ট্রার' নামে একটি ট্রেনিং স্কুল  এবং সেখানে  ট্রেনিং করতে আসা  ছাত্রীদের  থেকে মাথাপিছু  নেওয়া হয় তিন থেকে চার হাজার টাকা। 

টাকার রিসিপ্ট কপি চাইলে বলা হয়, পরে দেওয়া হবে । এছাড়াও প্রতারণাকারী তার স্বামী মেজিয়া থানার এক পুলিশকর্মী বলে পরিচয় দেয় এবং ট্রেনিং শেষে প্রতিটি ছাত্রীকে ১০০ শতাংশ চাকরি করিয়ে দেয়ার প্রতিশ্রুতিও দেন তিনি ।  

গতকাল গঙ্গাজলঘাঁটি থানার পুলিশ এসে  ওই মহিলাকে গ্রেফতার করে এবং ৪৬৮,৪২০ ধারা রুজু করে। তারপর  ধৃত ঐ মহিলাকে বাঁকুড়া আদালতে পাঠানো হয় ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code