পার্ট টাইম শিক্ষকদের আশার আলো দেখালেন মুখ্যমন্ত্রীর ভাই !
"স্কুল পার্ট টাইম শিক্ষক সংগঠন SPTTA মালদা জেলার পক্ষ থেকে আজ মালদা পঞ্চানন্দ পুর মিলন মেলা ও ঈদ উৎসবে ডক্টর নাসির আহম্মেদের উপস্থিতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাই বেঙ্গল অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি স্বপন ব্যানার্জীর হাতে স্মারকলিপি প্রদান করা হয়।
SPTTA এর রাজ্য সভাপতি সমীর কুমার দেওঘরিয়া জানান- স্বপন ব্যানার্জী বলেছেন পার্ট টাইম শিক্ষকদের বিষয়টি নিয়ে আলোচনা চলছে।
মালদা জেলা সভাপতি মোহাম্মদ শাহাবুদ্দীন জানান তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
তাদের দাবী-
1) স্থায়ীকরণ।
2) চাকুরিতে শিট সংরক্ষন।
3) নায্য বেতন।
4)অবসর সময় এককালিন ভাতা প্রদান।
5) শারদ উৎসবে বোনাস।
6) পুনর্নিয়োগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊