Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুভ সূচনা হল বাঁকুড়া জেলা ৩৬তম বইমেলার

শুভ সূচনা হল বাঁকুড়া জেলা ৩৬তম বইমেলার



SER-23,বাঁকুড়া,২৭ ডিসেম্বর:

বই হল এমন এক বস্তু, যা মানুষের মনের অজ্ঞতা, কালিমাকে দূরীভূত করে উদ্ভাসিত করে তোলে জ্ঞানের প্রদীপকে । ব্যক্তিকে করে তোলে জ্ঞান পিপাসু । আর এই জ্ঞান পিপাসু মানুষের কাছে বই হল জীবনের এক অবিবেচ্ছেদ্য অঙ্গ। 

এবার বাঁকুড়া বইমেলা পদার্পণ করল ৩৬তম বর্ষে ।প্রখ্যাত সংগীতজ্ঞ যদুনাথ ভট্ট্যাচার্য এর স্মৃতির উদ্দেশ্যে সমর্পিত, রবিবার এই বইমেলার শুভ উদ্বোধন ঘটে বাঁকুড়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নারায়ণ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে ।

বাঁকুড়া বইমেলার আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিল বাঁকুড়া জেলা সভাপতি শ্যামল সাঁতরা,বাঁকুড়া জেলা শাসক এস অরুন প্রসাদসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ । এই বইমেলার আয়োজন করা হয়েছে বাঁকুড়া খ্রিষ্টান কলেজ মাঠে।

এই বই মেলায় ভিন্ন বইএর সম্ভার নিয়ে হাজির হয়েছে ৫০ টি প্রকাশনা সংস্থা ,এছাড়াও রয়েছে ২০টি ব্যবসায়িক স্টল সহ জেলার বিভিন্ন ক্ষুদ্র পত্র-পত্রিকার স্টল ।  বইমেলা চলবে ২৭ডিসেম্বর থেকে আগামী পয়লা জানুয়ারি ২০২১ পর্যন্ত প্রত্যহ বেলা ১টা থেকে রাত্রি ৮টা পর্যন্ত । বইমেলা জুড়ে রয়েছে আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা এবং করোনা সচেতনার বিধি ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code