Latest News

6/recent/ticker-posts

Ad Code

গানের জগতের নতুন গান উপহার দিতে চলেছেন শিল্পী সৌরভ বিকাস মন্ডল

গানের জগতের নতুন গান উপহার দিতে চলেছেন শিল্পী সৌরভ বিকাস মন্ডল

গানের জগতের নতুন গান উপহার দিতে চলেছেন শিল্পী সৌরভ বিকাস মন্ডল। গানের নাম বেইনটেহাঁ |গানটিতে অভিনয় করেছেন অনিন্দিতা রুদ্র ও বাসির খা। গানটির প্রযোজনা করেছেন শিবু প্রসাদ প্রামানিক ও রাজা কৃষ্ণেন্দু সেন। ভালোবাসা ও প্রেমের জগতে নতুন রোমান্টিক গান মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। তবে বলাই বাহুল্য এই গানটি মুক্তির পরে মানুষের মন কাড়বে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code