গানের জগতের নতুন গান উপহার দিতে চলেছেন শিল্পী সৌরভ বিকাস মন্ডল

গানের জগতের নতুন গান উপহার দিতে চলেছেন শিল্পী সৌরভ বিকাস মন্ডল। গানের নাম বেইনটেহাঁ |গানটিতে অভিনয় করেছেন অনিন্দিতা রুদ্র ও বাসির খা। গানটির প্রযোজনা করেছেন শিবু প্রসাদ প্রামানিক ও রাজা কৃষ্ণেন্দু সেন। ভালোবাসা ও প্রেমের জগতে নতুন রোমান্টিক গান মুক্তি পাবে খুব তাড়াতাড়ি। তবে বলাই বাহুল্য এই গানটি মুক্তির পরে মানুষের মন কাড়বে।