বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে আজ দিনহাটায় বিশিষ্ট ব্যক্তিদের শ্রীমৎ  ভাগবত গীতা উপহার



গীতা মাহত্ত্ব সকল সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষের মাঝে পৌঁছে দিতে বিশ্বহিন্দু পরিষদের পক্ষ থেকে আজ দিনহাটায় বিশিষ্ট ব্যক্তিদের শ্রীমৎ  ভাগবত গীতা উপহার দেয়ার মাধ্যমে গীতা জয়ন্তী উৎসব সাড়ম্বরে পালন করা হলো। 




সংগঠনের পক্ষে দীপায়ন চক্রবর্তী বলেন "গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ যেমন অধর্ম নাশ করে ধর্ম প্রতিষ্ঠা করতে তথা সাধুদের রক্ষা করতে দুষ্কৃতীদের বিনাশে পরাক্রমী অর্জুন কে অস্ত্র ধরতে বলেছেন দুর্বলতা ত্যাগ করে, তেমনি আজও ভগবান শ্ৰী কৃষ্ণের কথা কতটা প্রাসঙ্গিক আমরা আমাদের চারপাশে তাকিয়ে দেখলে বুঝতে পারি। আগামীতেও সকল হিন্দুদের গীতার উপদেশ মেনে চলা উচিত, সুস্থ সচেতন সমাজ গড়ার লক্ষ্যে" ।


এদিন উপস্থিত ছিলেন অভিজিৎ সাহা,দীপায়ন চক্রবর্তী, উত্তম মন্ডল,হীরেন মোহন্ত সহ আরো অনেকে।