Latest News

6/recent/ticker-posts

Ad Code

আইসোলেশনে এবার WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসিয়াস



আইসোলেশনে এবার WHO প্রধান টেড্রোস আধানম ঘেব্রেইয়েসিয়াস 



করোনায় কুপোকাত বিশ্ব। জন সাধারন থেকে তাবড় তাবড় ব‍্যক্তিত্ব কাউকে ছাড়েনি করোনা। এবার করোনার কারণেই আইসোলেশনে গেলেন বিশ্ব স্বাস্থ‍্য সংস্থার প্রধান টেড্রোস আধানম ঘ্রেবেসিয়াস। তবে করোনা আক্রান্ত নন তিনি। রবিবাবর গভীর রাতে কোভিড ১৯ আক্রান্ত ব‍্যক্তির সাথে যোগাযোগের জন‍্য আইসোলেশনে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানান তিনি। 

নিউজের শুরুতে দিবি

আইসোলেশনে যাওয়ার খবর নিজেই জানিয়েছেন হু প্রধান। এদিন তিনি জানান, "আমি এমন একজন পরিচিত ব্যক্তির সংস্পর্শে এসেছি। যাঁর শরীরে করোনাভাইরাস রয়েছে। আমি ভাল আছি এবং উপসর্গ নেই, তবে WHO-এর গাইডলাইন মেনে ঘরে বসে কাজ করব এবং আগামী দিনগুলিতে নিজেকে সকলের থেকে দূরে থাকব।"


পাশাপাশি এদিন তিনি বিশ্ববাসীকে আবারও সতর্ক থাকার বার্তা দেন। গাইডলাইন মেনে চলার পরামর্শ দেন। তিনি বলেন, "আমাদের সকলকেই স্বাস্থ্যের গাইডলাইন মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এভাবেই আমরা COVID-19 সংক্রমণের শিকল ভেঙে ফেলব, ভাইরাসটি দমন করব এবং স্বাস্থ্য ব্যবস্থা রক্ষা করব"

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code