আলিপুরদুয়ার দুই নং ব্লকে অনুষ্ঠিত হলো "বিজয়া সম্মিলনী ও সাংগঠনিক আলোচনা" সভা  

শুভাশিস দেবনাথ, আলিপুরদুয়ার: আলিপুরদুয়ার দুই নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে টটপাড়া এক নং গ্রাম পঞ্চায়েতের যশোডাঙ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হলো বিজয়া সম্মিলনী ও সাংগঠনিক আলোচনা। গতকালের এই বিজয়া সম্মিলনী ও সাংগঠনিক আলোচনা সভায় প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী, কুমারগ্রাম বিধানসভার বিধায়ক জেমস কুজুর, আলিপুরদুয়ার দুই নং ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি পরিতোষ বর্মন, পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপ দাস, ব্লক তৃণমূল কংগ্রেস সহ-সভাপতি কাজল দত্ত সহ ব্লকের ১১ টি অঞ্চলের অঞ্চল সভাপতি, প্রধান এবং নেতাকর্মীরা। 

গতকালের সভায় জনসমাগম ছিল চোখে পড়ার মত। তৃণমূল কংগ্রেসের পতাকা উত্তোলনের মাধ্যমে ওই অনুষ্ঠানের শুভ সূচনা করেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী এবং তারপর তিনি সভায় উপস্থিত তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের নেতাকর্মীদের বিজয়া দশমীর শুভেচ্ছা জানান। তিনি প্রথমেই বলেন- "সারা বিশ্ব  যখন করোনায় তটস্থ, যখন সারা বিশ্বের মানুষ করোনার গ্রাস থেকে নিজের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে ব্যস্ত তখন সারা পৃথিবীর নেতানেত্রীদের মধ্যে আমরা দেখেছি বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে রাস্তায় দাঁড়িয়ে মানুষকে কিভাবে করোনা ভাইরাস থেকে রক্ষা করা যায় তার চেষ্টা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সারা ভারতবর্ষের কোনো মুখ্যমন্ত্রীকে দেখিনি বাংলার মুখ্যমন্ত্রীর মতো রাস্তায় নেমে করোনার বিরুদ্ধে লড়াই করতে। সারা বাংলার মানুষকে আগলে রেখেছেন তিনি।" 

মৃদুল গোস্বামী মুখ্যমন্ত্রীকে কৃতজ্ঞতা জানিয়েছেন ওই সভামঞ্চ থেকে। সভামঞ্চ থেকে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৃদুল গোস্বামী কেন্দ্রীয় সরকারের তুলোধোনা করেন এবং একুশের নির্বাচন কে সামনে রেখে নেতা কর্মীদের মনোবল বাড়াতে আগামীদিনে কি ভাবে আরো ভালোভাবে সংগঠন মজবুত করা যায় তা নিয়ে বিভিন্নরকম সাংগঠনিক আলোচনা করা হয়।