পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির  অশোক বিজয় সন্মেলন অনুষ্ঠিত হল  পুরুলিয়ায়



SER-23,বাঁকুড়া-পুরুলিয়াঃ 

আজ পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির তরফে এক অশোক বিজয় সন্মেলনের আয়োজন করা হয় তাদের পুরুলিয়া শাখায় ।



এদিনের এই সন্মেলনে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির রাজ্য সভাপতি বাবলু বাউরী, রাজ্য কমিটির সদস্য শরৎচন্দ্র বাউরী, পশ্চিমবঙ্গ বাউরী সমাজ উন্নয়ন সমিতির বাঁকুড়া জেলা কমিটির কনভেনর দেবদাস বাউরী, পরিতোষ বাউরী সহ বিভিন্ন জেলার কমিটির সদস্যবৃন্দ। 


প্রথমে বাবা সাহেব অম্বেদকরের প্রতিকৃতিতে মাল্যদান এবং বিশিষ্ট সদস্যদের বরণ করে নেয়ায় মাধ্যমে আজকের এই সন্মেলন  শুরু হয় । 


তাদের এই সন্মেলনের আলোচ্য বিষয়  ছিল বাউরী সমাজের সার্বিক উন্নতি, এবং চুয়াড়-কোল বিদ্রোহে যে বাউরী সমাজের অধিকতর অবদান রয়েছে সরকার কর্তৃক তার স্বীকৃতি দান ।