নভেম্বর মাসের মিড ডে মিল বিতরণের নির্দেশিকা, কবে থেকে কি কি পাবেন দেখে নিন 



করোনা মহামারীর জেড়ে বন্ধ ছিল ব্যবসা বাণিজ্য থেকে শিক্ষা প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য স্বাভাবিক হলেও শিক্ষা প্রতিষ্ঠান কবে খুলবে তা নিয়ে সঠিক সিদ্ধান্তে আসতে পারেনি কেন্দ্র থেকে রাজ্য l

কিন্তু রাজ্য সরকারের নির্দেশ মত রাজ্যের সরকারি ও সরকার পোষিত প্রত্যেকটি স্কুলের প্রাক প্রাথমিক থেকে অষ্টম শ্রেণীর ছাত্র ছাত্রীদের বিভিন্ন দফায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় l

বিভিন্ন দফায় চাল, আলু, ছোলা, সাবান, মাস্ক ও স্যানিটাইজার বিতরণ করা হয় l

এবার প্রত্যেক জেলায় পৌঁছে গেল নভেম্বর মাসের বিতরণের নির্দেশিকা l

কোচবিহার জেলায় জেলা শাসকের দপ্তর থেকে নির্দেশিকা পৌঁছে গেছে ব্লক প্রশাসকের কাছে, সেই নির্দেশ মত ২রা নভেম্বর স্কুল চত্বর জীবাণুমুক্ত করণ ও অভিভাবকদের মধ্যে বিতরণের খবর পৌঁছে দেবার নির্দেশ রয়েছে, ৩রা নভেম্বর খাদ্য দ্রব্য প্যাকেট করার নির্দেশ রয়েছে ও ৪ঠা নভেম্বর থেকে ৯ই নভেম্বর পর্যন্ত খাদ্য দ্রব্য বিতরণ করতে হবে l

এবার রয়েছে ২কেজি চাল, ১কেজি আলু, ১কেজি ছোলা ও একটি ১০টাকা মূল্যের সাবান l