বিএমওএইচ-কে কয়েক দফা দাবি নিয়ে ডেপুটেশন ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোশিয়েসন-র


অভীক মিত্র, বীরভূম ঃ 

"সারাবাংলার ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল হেল্থ মিশন জয়েন্ট অ্যাসোশিয়েসন"র সকল এনএইচএম কর্মীরা সমকাজে সমবেতন,চাকরির নিরাপত্তা, স্থায়ীকরণর দাবিতে বীরভূম জেলার হাঁসন বিধানসভা কেন্দ্রের বসোয়া বিএমওএইচর কাছে ডেপুটেশন দেয় এদিন। 




হাঁসন বিধানসভাকেন্দ্র সহ সারাবাংলার জন্য মাননীয়া মূখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে দৃষ্টি আকর্ষণ করেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি তথা হাসন বিধানসভাকেন্দ্রের কংগ্রেস বিধায়ক মিল্টন রাশিদ ।


তাঁদের দাবি দীর্ঘদিন যাবত এই কাজের সাথে যুক্ত রয়েছেন তাঁরা। ফলে কাজের সুরক্ষার কথা চিন্তা করে স্থায়ীকরণের দাবি তুলছেন তাঁরা। পাশাপাশি, সমকাজে সমবেতন পাওয়া তাঁদের প্রাপ্যের মধ্যেই পরে ফলে তাঁরা এই আর্জি জানিয়েছেন। এতেও সমাধান না হলে বড় রকমের আন্দোলনে নামতে পারেন বলেও ইঙ্গিত দিয়েছেন তাঁরা।