বৃদ্ধভাতা,বিধবাভাতা, বেকারদের চাকুরী  সহ একাধিক দাবি নিয়ে বিডিওকে ডেপুটেশন কংগ্রেসের 

অভীক মিত্র, বীরভূম

বীরভূম জেলার নলহাটি ২নং ব্লক কংগ্রেসের উদ্যোগে হাঁসন বিধানসভাকেন্দ্রের বিধায়ক বীরভূম জেলা কংগ্রেস সভাপতি আইনজীবী মিলটন রশীদের নেতৃত্বে নলহাটি ২ বিডিওকে নিন্মলিখিত দাবীসমূহ নিয়ে ডেপুটেশন দেওয়া হয় । 

দাবীসমূহ

  • বৃদ্ধভাতা,বিধবাভাতা, তফশিলী ভাতা,প্রতিবন্ধী ভাতাসহ বিভিন্ন ভাতা যোগ্য প্রার্থীদের দিতে হবে ।
  • সঠিকভাবে ন্যায্যমূল্যে ধান কিনতে হবে ।

  • কাজ হারানো শ্রমিকদের অর্থনৈতিক সাহায্য করতে হবে ।
  • বেকারদের চাকুরী দিতে হবে ।
  • এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে হবে ।
  • নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে ।
  • কৃষিবিল প্রত্যাহার করতে হবে !
  • যোগ্য সকল প্রাপককে সরকারী বাড়ী বিনা কাটমানিতে দিতে হবে ।