'মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত বাংলা চাই' - পাঁচ দফা দাবি জানিয়ে ডেপুটেশন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার

নিজস্ব প্রতিনিধি, দিনহাটাঃ 

ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া বৃহস্পতিবার একাধিক দাবি নিয়ে দিনহাটা মহকুমা শাসকের করণে ডেপুটেশন দেন। করোনার জেরে বেহাল অর্থনীতির অবস্থা। এদিকে কয়েকদিন আগে রাজ্যে মদের মূল্য কমিয়ে দেওয়া হয়েছে। ফলে মদ সেবনের সংখ্যা বাড়তে পারে বলেই অনুমান করছে জন সাধারন। যার ফল ভয়ানক হতে পারে। বাড়তে পারে নানা বিধ সমস্যা এমনই আশঙ্কা। এমন পরিস্থিতিতে 'মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত বাংলা চাই' স্লোগানে এবার আরও একবার প্রতিবাদে সামিল হল ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। 


বহু দিন থেকেই রাজ্যে মদ বিক্রির প্রতিবাদে সুর মেলাতে দেখা গিয়েছে ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়া। সেই চেনা স্লোগান 'মদ চাই না, দুধ চাই, মদ মুক্ত বাংলা চাই' -এ প্রতিবাদে সামিল তাঁরা। তাঁদের, অভিযোগ যেখানে সমাজের বিষ মদ সেখানে সেই মদই ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে সরকার। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এদিন কয়েক দফা দাবি সহ একটি স্মারক লিপি মহকুমা শাসকের করণে জমা দেন তাঁরা। 


তাঁদের দাবি- 

  • সুলভে দেশি মদ বিপণনের আবগারি দপ্তরের সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে 
  • মদ নয়, দুধের মতো পুষ্টিকর, সুষম খাদ্য সুলভে বিপণনের জন্য রাজ্য সরকারকে উদ্যোগী হতে হবে
  • মদ- ভিত্তিক অর্থনীতির সম্প্রসারণের উদ্দ্যেশে রাজ্যে আবগারি আইন বারবার পরিবর্তন চলবে না 
  • সমস্ত স্কুল- কলেজ, অফিস আদালত, হাসপাতাল সহ মূল সড়কের ধারে থাকা লাইসেন্স প্রাপ্ত দোকান গুলিকে নিরাপদ স্থানে সরানোর নোটিশ দিতে হবে 
  • অবিলম্বে রাজ্যে মদ নিষিদ্ধ করে মদ মুক্ত বাংলা গড়ার উদ্যোগ নিতে হবে

এদিনের এই ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার পার্টি অফ ইন্ডিয়ার অন্যতম নেতা আমিনাল হক, শামিম আক্তার, ধনঞ্জয় বর্মণ সহ অন্যান্যরা।