WB ELECTION 2021: জেলাশাসকদের সঙ্গে বিধানসভা ভোটের প্রস্তুতি নিয়ে বৈঠক মুখ্য নির্বাচনী আধিকারিকের
সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন। নির্বাচনের আগে উত্তাপ বেড়েই চলছে। চলছে একে একে দল বদল। এরই মধ্যে আগামী বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করলেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব। শুক্রবার বেঙ্গল চেম্বার অফ কমার্স ভবনে সব জেলা শাসকদের নিয়ে ভার্চুয়াল নয়, মুখোমুখি বৈঠকে বসেন তিনি।
সূত্রের খবর, ওই বৈঠকে বুথ সম্পর্কে তথ্য, ভোটকর্মীদের কীভাবে ব্যবহার করা যায়, ইভিএম পরীক্ষা ও ভোটার তালিকা সংশোধনের কাজ নিয়ে আলোচনা হয়েছে। ভোটের সময় নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে সামান্য আলোচনা হয়েছে। প্রস্তুতি খতিয়ে দেখতে দিল্লি থেকে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা আসতে পারেন বলে জেলাশাসকদের প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, রাজ্যে মোট বুথের সংখ্যা ৭৮ হাজার ৯০৩। মোট ভোটার সংখ্যা ৭ কোটি ১৮ লক্ষ ৪৯ হাজার ৩০৮। ভোটার তালিকা সংশোধনের কাজ শুরু হয়েছে ১৮ নভেম্বর। কাজ চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে ১৫ জানুয়ারি। সূত্রের দাবি, ১ ডিসেম্বর থেকেই শুরু হবে প্রথম দফার ইভিএম পরীক্ষার কাজ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊