গান স্যালুটের পর হবে শেষকৃত্য, আজ বাংলার এক দুঃখের দিন বললেন মুখ্যমন্ত্রী
ছয় দশক ধরে অভিনয় জগতে বাঙালির মন জয় করে আসা কিংবদন্তি অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। আজ চলে গেলেন। গত ৬ই অক্টোবর করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। তারপর দীর্ঘ লড়াই করে করোনাকে হারাতে পারলেও হারাতে পারলেন না মৃত্যুকে। বিদায় জানালেন পৃথিবীর মায়াকে।
গতকাল থেকে খুবই সংকট জনক পরিস্থিতি ছিল তাঁর। হাসপাতালের তরফে পরিবারকে জানানো হয়, কোনও চিকিৎসাতেই কাজ করছে না তাঁর শরীর। অবশেষে আজ প্রয়াত হন তিনি। তাঁর মৃত্যু সংবাদে শোকস্তব্ধ বাংলা। শোক প্রকাশ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। আজ বাংলার এক দুঃখের দিন, বললেন মুখ্যমন্ত্রী।
দুটোর সময় হাসপাতাল দেহ ছাড়বে। তারপর তা যাবে গলফ গ্রিনের বাড়িতে। সেখান থেকে টালিগঞ্জের টেকনিশিয়ানস স্টুডিওতে যাবে দেহ। সাড়ে তিনটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত রবীন্দ্রসদনে সসম্মানে দেহ রাখবে রাজ্য সরকার। তারপর নিয়ে যাওয়া হবে কেওড়াতলা শ্মশানে।রাজ্য সরকারের গান স্যালুটের পর সম্পন্ন হবে শেষ কৃত্য বলে জানান মুখ্যমন্ত্রী।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊