Latest News

6/recent/ticker-posts

Ad Code

চলে গেলেন ফেলুদা, শোক প্রকাশ মমতার

 


চলে গেলেন ফেলুদা, শোক প্রকাশ মমতার  


বর্ষীয়ান অভিনেতা, বাঙালির সেরা অভিনেতা ফেলুদা চলে গেলেন না ফেরার দেশে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 


টুইট করে মুখ্যমন্ত্রী লিখলেন, ‘ফেলুদা আর নেই। বিদায় জানালেন অপু। বিদায় সৌমিত্র (দা) চট্টোপাধ্যায়। তিনি জীবন্ত কিংবদন্তী ছিলেন। আন্তর্জাতিক, ভারতীয় ও বাংলা চলচ্চিত্র একজন বিরাট ব্যক্তিত্বকে হারাল। আমরা তাঁর অভাব গভীরভাবে অনুভব করব। বাংলার চলচ্চিত্র জগৎ অনাথ হয়ে গেল।’


অপর একটি ট্যুইটে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সত্যজিৎ রায়ের ছবিতে অভিনয় করার জন্যই বেশি পরিচিত ছিলেন সৌমিত্রদা। তিনি ‘লিজিয়ঁ দ্য নর’, দাদাসাহেব ফালকে, বঙ্গ বিভূষণ, পদ্মভূষণ এবং একাধিক জাতীয় পুরস্কার পান। তাঁর প্রয়াণে বড় ক্ষতি হল। আমি শোকাহত। তাঁর পরিবারের লোকজন, চলচ্চিত্র জগৎ এবং বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা গুণমুগ্ধদের সমবেদনা জানাই।’



দীর্ঘ প্রায় একমাস লড়াই চালানোর পর আজ দুপুর ১২টা ১৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সৌমিত্র চট্টোপাধ্যায়। দীর্ঘ ছয় দশকের উজ্জ্বল ‘অভিযান’-এর সমাপ্তি। শেষ ফাইটটা জেতা হল না ক্ষিদ্দার। ফেলুদার মৃত্যুর খবর হাসপাতাল ছুটে যান মুখ্যমন্ত্রী। সেখানে জানান, করোনা আক্রান্ত হওয়ার পর সৌমিত্রবাবুর সঙ্গে আমার সঙ্গে শেষ কথা হয়, তখন আমি মেদিনীপুরে। তিনি আরও বলেন, আজ বাংলার এক দুঃখের দিন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code