Latest News

6/recent/ticker-posts

Ad Code

এক বছর আগেই ছেড়েছেন কংগ্রেস, এবার শিবসেনায় যাচ্ছেন উর্মিলা মাতন্ডকর

 


এক বছর আগেই ছেড়েছেন কংগ্রেস, এবার শিবসেনায় যাচ্ছেন উর্মিলা মাতন্ডকর


৯০ এর দশক ও ২০০০-এর প্রথম পর্বের বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী উর্মিলা মাতন্ডকর কংগ্রেস ছেড়েছেন হল প্রায় এক বছর। আর এক বছর পর এবার যোগ দিতে চলেছেন সিবসেনায়। ২০১৯-এর লোকসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে লড়াই করে পরে দল ছাড়েন তিনি। মুম্বই উত্তর কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন। ভোটে হেরে যান তিনি। 


এদিন বিকেল চারটেয় সাংবাদিক বৈঠক করতে পারেন উর্মিলা। শিবসেনা মুখপাত্র সঞ্জয় রাউত জানিয়েছেন, আগামীকাল দলে যোগ দিতে পারেন বলিউড অভিনেত্রী।



সূত্রের খবর, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের বাংলো মাতোশ্রী-তে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে উর্মিলা শিবসেনায় যোগ দেবেন।রাজ্যের বিধান পরিষদে রাজ্যপালের কোটায় তাঁর মনোয়নের জন্য নাম রাজ্যপাল বিএস কোশিয়ারির কাছে পাঠানো হয়েছে।


উর্মিলার আগে কংগ্রেসের জাতীয় মুখপাত্র প্রিয়ঙ্কা চতুর্বেদী দল ছেড়ে একই কারণে শিবসেনাতে যোগ দিয়েছিলেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code