Latest News

6/recent/ticker-posts

Ad Code

সাংগঠনিক জনসভায় তৃণমূলের ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান দুই হাজার সদস্যের



সাংগঠনিক জনসভায়  তৃণমূলের ও সিপিএম ছেড়ে বিজেপিতে যোগদান  দুই হাজার সদস্যের 


সুজিত মণ্ডল, তমলুক


বিজেপি তমলুক সাংগঠনিক জেলা কমিটির উদ্যোগে মেদিনীপুর জেলার মেছেদাতে একটি সাংগঠনিক জনসভার আয়োজন করা হয়।



এই জনসভায় যোগদান করেন বিজেপির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা লকেট চ্যাটার্জী,, কেন্দ্রীয় সম্পাদক কৈলাশ বিজয় বর্গী, অরবিন্দ মেনন এবং জেলার অন্যান্য নেতা নেত্রী বিন্দরা।ধান, পাট,ফুল ও মৎস্য চাষ সুরক্ষিত করতে এবং সাংগঠনিক শক্তি বৃদ্ধির লক্ষ্যেএই এইতিহাসিক জন সভা করা হয়।


এই সভার উল্লেখ যোগ্য বিষয় হলো তৃণমূলের জেলাপরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ সিরাজ খান সহ তৃণমূলের ও সিপিএম এর প্রায় দুই হাজার সদস্য বিজেপিতে যোগদান করেন।এই জনসভায় জনতার ভিড় ,উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code